১০ জনের দলকে হারাতেও ঘাম ঝরল রিয়ালের

১০ জনের দলকে হারাতেও ঘাম ঝরল রিয়ালের
MostPlay

ম্যাচের সপ্তদশ মিনিটেই প্রতিপক্ষের এক খেলোয়াড় নেই। তবু সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারছিল না রিয়াল মাদ্রিদ। আটালান্টার রক্ষণ ক্রমেই দুশ্চিন্তা বাড়াচ্ছিল জিনেজিন জিদানের দলের।

শেষ পর্যন্ত সেই দুশ্চিন্তা কেটে গেছে। স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠের আটালান্টাকে ১-০ গোলে হারিয়েছে তারা।

শুরু থেকেই রিয়ালকে চাপে রেখেছিল আটালান্টা। তবে শক্ত প্রতিপক্ষকে আটকাতে গিয়ে ১৭ মিনিটের মাথায় বড় ভুল করে বসে দলটি। ডি-বক্সের বাইরে ফেরলান্ড মেন্দিকে ফাউল করে লাল কার্ড দেখেন আটলান্টার সুইস ডিফেন্ডার রেমো ফ্রয়লার।

তবে এক জন কম নিয়ে খেলেও সাহস হারায় আটালান্টা। রিয়াল প্রাধান্য বিস্তার করলেও কিছুতেই তাদের রক্ষণ দুর্গ ভাঙতে পারছিল না। শেষ পর্যন্ত ৮৬তম মিনিটে এসে হতাশা দূর করেন সেই মেন্দিই।

ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার বাঁকানো শটে জাল খুঁজে নেন রিয়ালের ফরাসি লেফটব্যাক। শেষ পর্যন্ত সেটিই হয়েছে ম্যাচের ফল নির্ধারক।

আগামী ১৬ মার্চ ফিরতি লেগে রিয়ালের মাঠে খেলবে আটালান্টা। কষ্টার্জিত জয়ের পর শেষ ষোলোর লড়াইয়ে তাই জিদানের দল বেশ স্বস্তিতেই আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password