কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মহেশখালী থানার র‌্যালি

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মহেশখালী থানার র‌্যালি
MostPlay

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে মহেশখালী থানার সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহেশখালী পৌরসভার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় গিয়ে শেষ হয়।

'মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি' স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। মহেশখালী থানার ওসি প্রবণ চৌধুরীর সভাপতিত্বে এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনি: সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর আব্দু রাজ্জাক, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এম. আজিজুর রহমান (বিএ), সাধারণ সম্পাদক রিদোয়ান রাসেল ও কুতুবজোম ইউপি চেয়ারম্যান এড. শেখ কামাল। উপস্থিত ছিলেন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা ইউনুস, সেক্রেটারি আ ন ম হাসান, মহেশখালী পৌর কাউন্সিলর জনি মং, খাইর হোসেন, কাজী মোতাহের হোসেন ও আবু তাহের প্রমূখ।

সভায় মহেশখালী উপজেলার সমসাময়িক ঘটা রোড় এক্সিডেন্ট, বাল্য বিবাহ রোধ, যৌতুক ও ইভটিজিং রোধ, সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, মোবাইলের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি এবং যাবতীয় অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password