ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮৪

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮৪
MostPlay

একদিকে করোনা মহামারি অন্যদিকে ডেঙ্গু আতঙ্ক। করোনার মত দিন দিন ডেঙ্গু রোগীও বৃদ্ধি পাচ্ছে। আজ ২৭ আগস্ট, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮৪ জন। এর মধ্যে ঢাকাতেই আক্রান্তের সংখ্যা চোখে পরার মতো, প্রায় ১৬৯ জন। আর বাকি রোগী ভর্তি হয়েছে ঢাকার বাইরের হাসপাতালগুলাতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা ১ হাজারের অধিক। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী আছেন ৯০৫ জন। আর বাকি ১২০ জনের অধিক ভর্তি আছে অন্যান্য জেলায়। এছাড়াও দেশে এই বছরের শুরু থেকে প্রায় ৯৩০০ জনের অধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতরের জানায় এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে। এই নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা ও জরিমানা করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password