রাশিয়া থেকে ময়লা এবং বিশ্বাসঘাতকদের অপসারণ করতে যাচ্ছেঃ পুতিন

রাশিয়া থেকে ময়লা এবং বিশ্বাসঘাতকদের অপসারণ করতে যাচ্ছেঃ পুতিন
MostPlay

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ময়লা মুক্ত করার ঘোষণা করলেন। একটি টেলিভিশন বার্তায় পুতিন বলেছেন, রাশিয়া থেকে তিনি কিছু ময়লা এবং বিশ্বাসঘাতকদের বিদায় করতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণার পর থেকেই আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার বিভিন্নভাবে অর্থনৈতিক নিষেদাজ্ঞা এনেছে। এতে কিছুটা হলেও বেকায়দায় রুশরা। পুতিনের ক্ষোভের কারণ সেটিই বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। টেলিসম্প্রচারিত ওই বক্তৃতায় পুতিন সরাসরি আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমের দেশগুলিকে দায়ী করেছেন রাশিয়ার দুর্দিনের জন্য।

পুতিনের অভিযোগ, আমেরিকা এবং তার সহযোগীদের মদতে রাশিয়ায় থেকেই রাশিয়ার বিরুদ্ধে কাজ করছেন কেউ কেউ। তাদের ‘বিশ্বাসঘাতক’ এবং ‘দেশের ময়লা’ বলে মন্তব্য করেন পুতিন। পুতিন বলেছেন, এই দেশদ্রোহীদের সহজেই চেনা যাবে। আর যখন চেনা যাবে তখন মুখের ভিতর ঢুকে যাওয়া মাছির মতোই রাশিয়া ছুড়ে ফেলবে ওই বিশ্বাসঘাতকদের। বিষয়টিকে রাশিয়ার আত্মশোধনের প্রক্রিয়া বলেও ব্যাখ্যা করেছেন পুতিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password