জাতিসংঘ সদর দপ্তরে পশতুনদের বিক্ষোভ

জাতিসংঘ সদর দপ্তরে পশতুনদের বিক্ষোভ

জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে পাকিস্তানি সংগঠন পশতুন তাফাহুজ মুভমেন্টের (পিটিএম) ইউরোপ শাখা। পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন করছে দেশটির সেনাবাহিনী, এমন অভিযোগেই বিক্ষোভ করে দলটি। বুধবার (৩ মার্চ) এ বিক্ষোভ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইয়াহু ফাইন্যান্স।

খবরে বলা হয়েছে, পিটিএমের কর্মীরা পাকিস্তানে দলটির অন্যতম নেতা আলী ওয়াজির, হানিফ পশতুন, ইউসুফ আলী খান, ওয়াইস আবদালসহ আটক ৪০ জনের মুক্তি দাবি করেছে। এছাড়াও উত্তর ওয়াজিরিস্তানের মীর আলিতে স্থানীয় তালেবানদের দ্বারা একটি বেসরকারী সংস্থার (এনজিও) চারজন নারী শ্রমিক হত্যার নিন্দা করেছে দলটি।

এই কর্মীরা পাকিস্তানে নিখোঁজ হওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া এবং পাখতুনদের নির্বিচারে বন্দী করা সম্পর্কে বিবৃতি দিতে জাতিসংঘকে আহ্বান জানান। একইসঙ্গে সম্প্রতি পশতুনের একটি দল বেলুচিস্তান, তিব্বত, হংকং এবং উইঘুর সম্প্রদায়ের প্রবাসী বিক্ষোভে যোগ দিয়ে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) বাইরে প্রতিবাদ করেছিল।

এএফএটিএফ গত সপ্তাহে পাকিস্তানকে গ্রে লিস্টে রেখেছে। এই সিদ্ধান্তের পরে ইসলামাবাদ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘাটতিগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই তালিকায় থাকা অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো আর্থিক সহায়তা পাবে না দেশটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password