চট্টগ্রামে প্রাইভেটকারে আগুন

চট্টগ্রামে প্রাইভেটকারে আগুন

চট্টগ্রামের রাউজানে আগুনে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পথেরহাট বাজারের এস এম শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে তখনো দোকানপাট খোলেনি। এমন সময় পথেরহাট বাজারে প্রাইভেটকারটি (টয়োটা প্রিমিও) পার্ক করেন চালক। এর পরপরই ওই চালক চলে যান। এর মধ্যে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। আগুন দেখে চালক এসে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে আহত হন।

জানা গেছে, গাড়ি চালককের নাম মুহাম্মদ মফিজ। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাঙ্গুনিয়া ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার লিটন হাওলাদার জানান, পথেরহাট বাজারে সড়কের পাশে গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুন লাগল, সে সম্পর্কে তারা এখনো নিশ্চিত নন।

এদিকে, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে তাদের কাছে ঘটনাটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মনে হয়েছে। গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password