মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবারহ বন্ধ

মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবারহ বন্ধ

এবার মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনা সরকার। তবে সরকারি সংস্থাগুলো বলছে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটা’র কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে টুইটার ও ফেসবুকে মানুষ পোস্ট দিতে থাকেন যে, প্রায় পুরো মিয়ানমারে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও এর কারণ জানি না।

এর কারণ হিসেবে ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে।’

মাগওয়ের শহরের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান থেকেও একই রকম কথা বলা হয়েছে। 

সূত্র: এএফপি

মন্তব্যসমূহ (০)


Lost Password