সিরাজগঞ্জে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে পুলিশ সুপারের মতবিনিময়

সিরাজগঞ্জে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে পুলিশ সুপারের মতবিনিময়

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা পুলিশের উদ্যোগে জেলার পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) ।

উক্ত সভায় পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে যানজট মুক্ত শহর গড়তে পুলিশের সাথে পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকদের একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password