ভৌতিক গবেষণা এবং CIA.

ভৌতিক গবেষণা এবং CIA.
MostPlay

১৯৫০ এর দশক হতেই মাইন্ড রিডিং এবং প্যারানরমাল ঘটনার বিষয়ে সি.আই.এ এর আগ্রহ ছিল। CIA এর কাছে তথ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানীতে এবং শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নে ঠিক একই কায়দায় স্পায়িং এর কাজ চালানো হচ্ছে।

পেন্টাগনের নীতিনির্ধারকরা এ বিষয়ে গবেষণা শুরু করেন এবং ইজরায়েল,মার্কিন সহ বিভিন্ন ''সাইকিক''(যারা অলৌকিকভাবে বিভিন্ন ঘটনার আচ করতে পারেন)তাদের উপর গবেষণা চালান তবে এর আগে প্রত্যেক সদস্যের জন্য CIA এর দেয়া বিভিন্ন কঠিন কাজ সমাধান করতে হত। যেমন কোন ঘরের কোনায় একটি বস্তু রাখার পর ''মনের শক্তি''দ্বারা সেই বস্তুর অবস্থান বলতে বলা হতো।এবং অনেক ক্ষেত্রেই সাইকিক মিডিয়াম সেসব বস্তুর অবস্থান পিনপয়েন্ট করতে পারত।আবার অনেকেই তা পারতেন না। যারা পারতেন না,তাদের বাদ দেয়া হত। একই সাথে সাইকিক মিডিয়ামকে একটি কক্ষে রেখে অন্য কক্ষে কোন চিত্র একে মনের শক্তির মাধ্যমে পুনরায় আকতে বলা হত।অনেক ''মাইন্ড রিডার'' এতে সফল হয়েছেন।এমনকি কিছু কিছু রিডার তাদের ক্ষমতার মাধ্যমে ধাতু এবং চামচ বাকিয়ে ফেলা,মানুষের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করা,হিপনোটাইজ করা,কোন কাজ করতে বাধ্য করা,অন্যের চিন্তাশক্তি এবং দেহের কন্ট্রোল নেয়া সহ নানা দক্ষতায় পারদর্শী ছিলেন;যার কোন সঠিক বৈজ্ঞানিক ভিত্তি ছিল না।

বেশ কিছু তুখোড় মাইন্ড রিডাররা সবশেষ বিভিন্ন মিশনে অংশ নেন।সাইকিক মিডিয়াম অনেক সময় ভবিষ্যত ঘটনার পূর্বাভাস দিতে পারতেন যা CIA বিভিন্ন অপারেশনের ইনফরমেশন হিসেবে ব্যবহার করত। ১৯৭০ সালে শুরু হওয়া এ অপারেশনের নাম দেয়া হয় ''প্রজেক্ট স্টার গেট''.. মানুষের Extra Sensory Perception(ESP) ক্ষমতার গবেষণা এবং তার ব্যবহার ই ছিল CIA এর মুল লক্ষ্য।যাদের কার্যকর ESP এর ক্ষমতা ছিল তাদের বলা হয় ''Remote Viewer'' অর্থাৎ অতি দূরবর্তী স্থান হতে যারা সবই দেখতে পেত। পেন্টাগনের সবচাইতে বড় লক্ষ্য ছিল সোভিয়েত রাশিয়ার উদ্ভাবিত নতুন অস্ত্র সম্পর্কে জানা,একই সাথে সোভিয়েত ইউনিয়নে অপহৃত হওয়া গোয়েন্দা সদস্যদের ঠিকানা পিন-পয়েন্ট করা। ১৯৯৫ সালে প্রজেক্ট স্টার গেট বন্ধ করে দেয়া হয় এবং প্রায় ২২ বছর পর ২০১৭ সালে পেন্টাগন ESP এবং এর কিছু অপারেশনকে ডিক্লাসিফাইড করে।

সাইকিক মিডিয়া নিয়ে গবেষণা বন্ধ হয়ে গেলেও ESP এবং বিভিন্ন Remote Viewer দের উপর এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি বেশ কিছু ক্লাসিফাইড মিশনে এসব মিডিয়াম এখনো ব্যবহার করছে পেন্টাগন।সাম্প্রতিক সময়ে জংগীবাদ,বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ সহ নানা বিষয়ে সুপারন্যাচারাল Remote Viewer দের মতামতগ্রহণ এবং তথ্য এনালাইসিস করা হয় বলে মনে করা হয়ে থাকে। ১৯৯৫ সালে ''অসফল '' দাবী করে project star gate বন্ধ করা হলেও ২০১৪ সাল থেকে চরম গোপনীয়তার সাথে এ প্রজেক্ট চলমান রয়েছে। যদিও ২০১৮ সালের পর এ প্রজেক্ট বন্ধ হয়ে গেছে শোনা গেলেও তার কোন কনফার্মেশন জানায়নি পেন্টাগন।

মন্তব্যসমূহ (০)


Lost Password