মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করলেন পরীমণি

মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করলেন পরীমণি
MostPlay

বাংলা সিনেমার চিত্রনায়িকা পরীমণির চারদিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার ১০ আগষ্ট ঢাকা মহানগর হাকিম আদলতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলা সুষ্ঠুতদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি৷ শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷

শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে দাবি করেন তার বিরুদ্ধে করা সব মামলাই মিথ্যা৷ পরীমণি সাংবাদিকদের বলেন, 'আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা৷ সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন৷ আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।'৷

এর আগে বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা করেন। পরদিন বৃহস্পতিবার (৫ আগষ্ট) পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ পরীমণির চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password