অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে

অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে
MostPlay

অক্সিজেনের সঙ্কট নেই পশ্চিমবঙ্গে, বরং অক্সিজেন সরবরাহের যে ব্যবস্থা রয়েছে তাতে মোট সাড়ে ১২ হাজার কোভিড রোগীকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা দেওয়া যাবে।মঙ্গলবার (২৭ এপ্রিল) নবান্ন সূত্রে একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী ১৫ মে এর মধ্যে দৈনিক সাড়ে ১৫ হাজার রোগীকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা দিতে পারবে পশ্চিমবঙ্গ।

নবান্ন জানিয়েছে, ইতোমধ্যেই ১০৫টি সরকারি কোভিড হাসপাতালে পাইপলাইন দিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৫ মে এর মধ্যে আরও ৪১টি সরকারি হাসপাতালে অক্সিজেন পাইপলাইন বসানো হবে। তাতে আরও ৩ হাজার করোনা রোগীর চিকিৎসা সম্ভব হবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্ত সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। নবান্নসূত্রে ওই বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই মুহূর্তে রাজ্যের যে পরিকাঠামো রয়েছে তাতে করোনা আক্রান্ত ১২ হাজার ৫০০ রোগীকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা দেওয়া যাবে। 

এছাড়া রাজ্য সরকারের উদ্যোগে ৫৫টি নতুন অক্সিজেন প্ল্যান্ট (পিএসএ) তৈরি করা হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। এর পাশাপাশি রাজ্য সরকার সমস্ত বেসরকারি হাসপাতালগুলোকেও পিএসএ প্ল্যান্ট বসানোর অনুরোধ করেছে। যাতে লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহ বাড়ানো যায়।

বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে সমস্ত সরকারি মেডিকেল কলেজ, রাজ্য জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মহকুমা হাসপাতালের প্রধানরা নিজেরাই সিএমএস অনুমোদিত হারে অর্থ দফতরের নির্দেশ মেনে অক্সিজেন সরবরাহ করতে পারবেন। এমনকী অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণের কাজও করতে পারবেন। এ ছাড়া আপাতত কয়েকটি বড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে আপদকালীন ভিত্তিতে লিক্যুইড মেডিকেল অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নবান্নের কথা মতো, তাতে বড় হাসপাতালগুলোতে বাণিজ্যিক অক্সিজেনের ওপর নির্ভরশীলতা কমবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password