ছুরিকাঘাতে এক তরুণ মারা যায়

ছুরিকাঘাতে এক তরুণ মারা যায়

নরসিংদীর শিবপুরে একটি প্রকল্পের মাঠ ভরাটের বালু ফেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল নয়টার দিকে শিবপুরের আইয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়ার শাসপুর এলাকায় হামলার সময় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহত ওই তরুণের নাম মো. জসিম মিয়া (২৪)। তিনি ওই প্রকল্পে বালু ভরাটের টেন্ডার পাওয়া মো. কাবিল মিয়ার ছেলে। এ ঘটনায় দুপুরে চারজনের নাম উল্লেখসহ মোট আটজনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেছেন নিহতের চাচা রমজান মিয়া। চার আসামি হলেন শিবপুরের কোদালিয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে ওসমান মিয়া (৪৫) ও কামাল মিয়া (৩৬), ওসমান মিয়ার ছেলে দৌলত মিয়া (২০) এবং তাজুল ইসলামের ছেলে মাইন উদ্দিন (১৯)। মামলার পরই প্রধান আসামি ওসমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে হঠাৎ কয়েকজন নারীসহ মোট আট ব্যক্তি প্রকল্প এলাকায় ঢুকে পড়েন। ওই সময় ভেতরে প্রবেশ করা ১০–১২টি বালুভর্তি ড্রামট্রাকের কাচ ভাঙচুর করতে থাকেন তাঁরা। এ সময় বালু ফেলার শ্রমিকেরা ছাড়াও ঠিকাদারপক্ষের কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ঘটনা কী, জানতে সেখানে এগিয়ে গেলে ঠিকাদারপক্ষের রমজান মিয়া ও জসিম মিয়ার সঙ্গে বালু ফেলা নিয়ে তাঁদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা জসিমকে টেনেহিঁচড়ে ওই প্রকল্প এলাকার বাইরে নিয়ে যান। পরে তাঁর পেট ও হাতের তিন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password