ময়মনসিংহে কীটনাশক পান করে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে কীটনাশক পান করে এক শিশুর মৃত্যু
MostPlay

মযমনসিংহের নান্দাইল উপজেলায় কীটনাশক পান করে নোমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট)  উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নোমান উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শশা ক্ষেতের পোকা মাকড় দমনের জন্য বাজার থেকে কীটনাশক এনে ঘরের এক কোণে রাখেন শিশুটির বাবা খোরশেদ মিয়া। কোন এক সময় খেলার ছলে ওই কীটনাশক পান করে শিশুটি। সন্ধ্যার পর যখন বমি করতে শুরু করে তখন বিষয়টি পরিবারের নজরে আসে।

তৎক্ষণাৎ পরিবারের লোকজন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেই রাত একটার দিকে নোমানের মৃত্যু হয়। এ বিষয়ে শিশুর চাচা হাবিব জানান,আমাদের পরিবারের পক্ষে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। যদিও এটি একটি দুর্ঘটনা।  আমাদের পরিবারের লোকজন তার মৃত্যুতে খুবই মর্মাহত ও শোকে কাতর।

নান্দাইল থানার (ওসি) মিজানুর রহমান জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তের প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password