হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, দেশের নাগরিক হিসেবে হেফাজতে নেতাকর্মীদের গণতান্ত্রিক অধিকারে সরকারের দমন-পীড়নের সমালোচনা করেছে দলটি।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, সারা দেশে বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানান মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘হেফাজতের এই কর্মসূচিগুলোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদ আমরা করেছি। সভা সমাবেশ করা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার।’
তিনি আরও বলেন, ‘এই সরকার তাদের ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে সভা সমাবেশ নিষিদ্ধ এবং হত্যা, মামলাসহ দমন নিপীড়ন চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন