অর্থনীতি শক্তিশালী করতে বাংলাদেশের বিনিয়োগ চেয়েছে নাইজেরিয়া

অর্থনীতি শক্তিশালী করতে বাংলাদেশের বিনিয়োগ চেয়েছে নাইজেরিয়া
MostPlay

নিজেদের অর্থনীতি শক্তিশালী করতে কৃষি, ফার্মাসিউটিক্যালস, বর্জ্য ব্যবস্থাপনা, ট্যুরিজম, মানব সম্পদ উন্নয়ন, ICT সেক্টর এবং Abuja Rail Mass Transit সিস্টেমে বাংলাদেশের বিনিয়োগ প্রত্যাশা করেছে নাইজেরিয়া। সম্প্রতি নাইজেরিয়ার FCTA (Federal Capital Territory Administration)এর সেক্রেটারি Olusade Adesola নাইজেরিয়ায় অবস্হিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মাসুদুর রহমানের সাথে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার করেছেন। সাক্ষাৎকারে তিনি নাইজেরিয়ার উল্লেখিত সেক্টরগুলোতে বাংলাদেশী বিনিয়োগ প্রত্যাশা করেছেন। Olusade Adesola বলেছেন তার দেশ ঘনবসতির হওয়ায় বিনিয়োগকারীদের জন্য উল্লেখিত ক্ষেত্রগুলোতে ভালো সম্ভাবনা রয়েছে।

ভবিষ্যতে নাইজেরিয়া এবং বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করতে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাইজেরিয়া রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়ক নামকরণেরও অনুরোধ করেছেন। নাইজেরিয়ার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ১৯৭২ সাল থেকে চলমান। উভয়দেশই D-8 এর সদস্যভুক্ত। এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একই মতবাদে বিশ্বাসী। সামরিক দিক থেকেও নাইজেরিয়া এবং বাংলাদেশের সম্পর্ক বেশ গভীর। একটি দ্বৈত সামরিক চুক্তির আওতায় বাংলাদেশ এ পর্যন্ত ২০০ এর অধিক নাইজেরিয়ান সেনা সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল তাদের সেনাপ্রধান, যিনি আমাদের NDC( National defence college) গ্র্যাজুয়েট।

মন্তব্যসমূহ (০)


Lost Password