নোয়াখালীতে কৃষকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি খুন করা হয়েছে

নোয়াখালীতে কৃষকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি খুন করা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে মুকবুল আহমেদ (৪৩) নামের এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মুকবুল আহমেদ দক্ষিণ চরএলাহী গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের হাজী ফকির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুকবুল আহমেদ তার খামার ঘরে একা ছিলেন। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা তিন দিন আগে এক আত্মীয়ের বিয়েতে যান। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাশ্ববর্তী এক নারী মুকবুল আহমেদকে ডাকতে গেলে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করেন। এ সময় স্থানীয়রা ঘরে ঢুকে চৌকির (খাটের) ওপর মুকবুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, এক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় তার পরিবার দাবি করে বলছে এটি হত্যাকাণ্ড। এ দিকে পুলিশ তাৎক্ষণিকভাবে মুকবুলের মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password