গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমার সেনাবাহিনী। গ্রেফতার করা হয় ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সান সু চি ও দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকে। এদিকে, অভ্যুত্থানের পর রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। গড়ে তোলে কঠোর আন্দোলন।
অন্যদিকে, আন্দোলন প্রতিহত করতে কঠোর নির্দেশ দেয় সেনাবাহিনী। শহরে শহরে জারি করে কারফিউ। বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা। এরই মধ্যে বিক্ষোভকারীদের দমন করতে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর আচরণ গণমাধ্যমে আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তি বৃদ্ধিতে বিপুল অর্থের বিনিময়ে লবিস্ট নিয়োগ করলো মিয়ানমারের সেনা সরকার।
জানা গেছে, মিয়ানমার সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে নিজেদের ‘আসল পরিস্থিতি’ তুলে ধরতে আরি বেন-মেনাশে নামে ইসরায়েলি বংশোদ্ভূত কানাডীয় লবিস্ট নিয়োগ দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকার চুক্তি হয়েছে ওই লবিস্টের সঙ্গে। বেন-মেনাশে মূলত ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একজন সাবেক কর্মকর্তা।
সূত্র : রয়টার্স।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন