বাংলা নাটকে নতুন রেকর্ড গড়েছে মোশাররফ-তানজিন জুটি

বাংলা নাটকে নতুন রেকর্ড গড়েছে মোশাররফ-তানজিন জুটি

এই প্রথমবার জুটি বেঁধেই বাজিমাত করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী তানজিন তিশা। তাদের অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি ইউটিউবে মুক্তির পর ১১ ঘণ্টায় ১০ লাখ (১ মিলিয়ন) বার দেখা হয়েছে, যা বাংলা নাটকের ইতিহাসে একটি রেকর্ড। সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন মানুষ দেখেছেন এই নাটকটি। এত কম সময়ে নাটকটিতে ৫১ হাজারের বেশি লাইক জমা হয়েছে। তবে এর বিপরীতে ডিজলাইক হয়েছে দুই হাজার। মন্তব্যের ঘরেও জমা পড়েছে ৩ হাজারের বেশি বার্তা, যার বেশিরভাগই প্রশংসার।

এমন রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘দ্রুত মিলিয়ন ভিউ হওয়া আগের নাটকও ছিল আমার। সেই অর্থে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছি বলা যায়। নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে-এটা ভাবতেই ভালো লাগছে। অনেকেই ফোনে, মেসেজে আমাকে অভিনন্দন জানাচ্ছেন। সব মিলিয়ে ভীষণ ভালোলাগার একটা অনুভূতি কাজ করছে। আমার অনুরাগী আর দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবার ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।’

মূলত এর আগে দেশে সবচেয়ে দ্রুততম ১ মিলিয়ন ভিউয়ের দুটি নাটকের অভিনেত্রী তিশা। নাটক দুটি হলো-‘আফ্রিকান বউ’ (১৮ ঘণ্টা) ও‘ তাকে ভালোবাসা বলে’ (২০ ঘণ্টা)। দুটি নাটকই ঈদে প্রচার হয়েছে। আর তার অভিনীত 'শেষটা অন্যরকম ছিল’নাটকটিও ঈদে প্রচার হয়। এটিও অল্প সময়ে রেকর্ড গড়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password