ভারতে আশ্রয় চায় মিয়ানমারের ৪ শতাধিক নাগরিক

ভারতে আশ্রয় চায় মিয়ানমারের ৪ শতাধিক নাগরিক

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী ভারতে পৌঁছেছেন চার শতাধিক মানুষ।আশ্রয়প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য ও দমকলকর্মী রয়েছেন বলে সোমবার জানিয়েছেন ভারতের এক পুলিশ কর্মকর্তা। 

পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের বরাত দিয়ে মিজোরাম রাজ্যের ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জান্তা সরকার প্রতিবাদকারীদের ওপর গুলি চালানোর যে আদেশ দিয়েছে, সেটি মানতে অস্বীকার করায় তারা নির্যাতনের স্বীকার হওয়ার আশঙ্কা করছেন। আর এমন আশঙ্কা থেকে তারা দেশ ছেড়ে পালিয়েছেন।খবর রয়টার্সের

ওই পুলিশ কর্মকর্তা বলেন, শুধু গত শুক্রবারই মিয়ানমার থেকে ১১৬ জনের মতো সীমান্ত অতিক্রম করেছেন। 

ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষকে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ বন্ধের নির্দেশ দিয়েছে। তবে পাহাড়ি এলাকায় অনুপ্রবেশ বন্ধে নজরদারি খুব সহজ নয়। এছাড়া প্রত্যন্ত সীমান্তের উভয় পাশে মানুষের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত ও সাংস্কৃতিকভাবেও সম্পর্ক রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যু্ত্থানবিরোধী বিক্ষোভ। চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন। এছাড়া আটক করা হয়েছে ২ হাজার ১৫০ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password