আগামীকাল থেকে খুলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা

আগামীকাল থেকে খুলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা
MostPlay

আগামীকাল ২৭ আগস্ট, শুক্রবার থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা উন্মুক্ত থাকবে। এই ক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ ও পরিদর্শন নিশ্চিত করবে।

এখন থেকে রোববার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা খোলা থাকবে। এছাড়াও মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, টিকিট ক্রয়ের বুথে তিন ফুট দূরত্বে আঁকা একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে এবং ভিতরেও দর্শনার্থীদের একসাথে জড়ো হওয়া যাবে না। সকলকেই কঠোর স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিতরে ঘোরাফেরা করতে হবে।

উল্লেখ্য, করোনা মহামারির জন্য ২০২০ সালে প্রায় ৮ মাস বন্ধ থাকার পর নভেম্বরের দিক খুলে দেওয়া হয়েছিলো। এরপর সরকার আবার নতুন করে বিধি নিষেধ জারি করলে ২ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয় জাতীয় চিড়িয়াখানা। কিছুদিন আগে চিড়িয়াখানা খোলার ঘোষণা দিয়েও প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা খোলা হয়নি। এর মাঝেই আজকে এই সিদ্ধান্তের কথা জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password