দিদির উপর ইচ্ছাকৃত হামলা গর্জে উঠলেন মিমি-নুসরত

দিদির উপর ইচ্ছাকৃত হামলা গর্জে উঠলেন মিমি-নুসরত
MostPlay

গতকাল নন্দীগ্রামে তার ওপর আক্রমণ হয়েছে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর চোট পেয়ে তাকে গ্রিন করিডোর নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয় তৎক্ষণাৎ। আপাতত তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পায়ে তার গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে, গতকাল তার পায়ে প্লাস্টার করা হয়েছে, আর এই ঘটনার পর থেকেই গর্জে উঠেছে রাজ্য তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় সকল কর্মী সমর্থকরা। এই বিষয় নিয়ে এদিন তৃণমূলের দুই সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানও টুইট করে নিজেদের প্রতিক্রিয়া জানান।

অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী একটি ছবি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি লেখেন ” দ্রুত সুস্থ হয়ে উঠুন আমাদের রানী বাংলার মানুষ আপনার জন্য প্রার্থনা করছে।”

অন্যদিকে তৃণমূলের আরো এক সাংসদ নুসরাত জাহান ফেটে পড়েন ক্ষোভে, নিজের টুইটার হ্যান্ডেলে তিনি একটি ভিডিও শেয়ার করে লেখেন, “আমাদের প্রিয় দলনেত্রীর ওপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তোমরা দিদিকে আঘাত করতে পারো কিন্তু দমাতে পারবে না, তার দ্রুত সুস্থতা কামনা করি”।

মুখ্যমন্ত্রীর অভিযোগ এদিন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনোনয়নপত্র জমা দিতে গেলে তার উপর ৪ থেকে ৫ জন হামলা করে, তাকে ইচ্ছাকৃত ধাক্কা মারা হয়। সেই সময় তার সামনে কোনো পুলিশ আধিকারিকও ছিলনা বলে জানান মমতা।

মন্তব্যসমূহ (০)


Lost Password