করোনার ভূয়া টিকা নিয়েছেন মিমি চক্রবর্তী

করোনার ভূয়া টিকা নিয়েছেন মিমি চক্রবর্তী
MostPlay

করোনা প্রতিরোধে টিকা নিয়ে বেশ বিপাকেই পরে গেছেন ভারতীয় বাংলা ছবির চিত্রনায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী । কসবার যে ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে টিকা নিয়েছেন মিমি চক্রবর্তী। সেখানে দেওয়া হয়েছে ভুয়া টিকা। ভুয়া ভ্যাকসিন নেয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। রক্তচাপ নিচে নেমে গেছে তার। পেটে যন্ত্রনা হচ্ছে, শরীরে পানি শূন্য্যতাও দেখা দিয়েছে তার। তবে করোনার ভূয়া টিকা দেয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা তা নিশ্চিত করেননি মিমি চক্রবর্তী। আজ গনমধ্যমকে তিনি জানিয়েছেন খুব দুর্বল অনুভব করছেন তিনি। ভোর চারটা থেকে পেটের যন্ত্রনায় ভুগছেন তিনি। ৬টা নাগাদ মিমির বাসায় ডাক্তার মিমিকে দেখতে যান। ডাক্তার তাকে সারাদিন বিশ্রামে থাকতে বলেছেন। এমনকি মোবাইল থেকেও তাকে দূরে থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার গনমাধ্যমকে মিমি বলেন, ‘পুরসভার ফরেন্সিক বিশেষজ্ঞদের মুখে খবরটা পাওয়ার পরেই আমি চিন্তায় পড়ে যাই। চিকিৎসককে ফোন করি। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা পানিতে মিশিয়ে দেওয়া হয়েছে। পেট এবং মূত্র সংক্রমণে এই ওষুধ দেওয়া হয়। এটা খুবই কড়া ওষুধ। পানিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সম্ভবত সে রকম ক্ষতি করবে না বলে জানালেন চিকিৎসক’।

গত মঙ্গলবার টিকা নেয়ার পর কসবা শিবিরের উদ্যোক্তাদের কাছে সার্টিফিকেট চেয়েছিলেন মিমি চক্রবর্তী। জবাবে এই অভিনেত্রীকে জানানো হয় তার মুঠোফোনে প্রতিষেধক নেওয়ার সার্টিফিকেট পৌছে যাবে। কিন্তু বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও সার্টিফিকেট না পাওয়ায় কসবা শিবিরের আয়োজকদের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন মিমির সহকারী। তাতেও কোনও উত্তর না পেয়ে সাংসদ মিমি যোগাযোগ করেন কসবা থানায়। তার পরেই এই বিষয়ে তৎপর হয় প্রশাসন। করোনার ভূয়া টিকা দেয়ার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রতারক দেবাঞ্জন দেবকে। এছাড়া এই ঘটনায় সুশান্ত দাস, রবিন শিকদার এবং শান্তনু মান্না নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password