রোববার পিএসজির জার্সিতে অভিষেক হতে পারে মেসির

রোববার পিএসজির জার্সিতে অভিষেক হতে পারে মেসির

দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ করে বার্সেলোনাকে বিদায় বলে দিয়ে পিএসজিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। পিএসজিতে নাম লেখানোর পর থেকেই তার ভক্তরা অপেক্ষায় আছে পিএসজির জার্সিতে তাকে মাঠে দেখার জন্য। লিগ ওয়ানে পিএসজি দুটি ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত পিএসজিতে অভিষেক হয়নি মেসির৷

এই সময়টিতে নিজের ফিটনেস নিয়েই কাজ করেছেন ছয় বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী। কারণ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর বেশ কিছুটা বিলম্বেই অনুশীলনে নেমেছেন মেসি। আগামী রবিবার শেষ হতে পারে মেসি ভক্তদের অপেক্ষার পালা৷

সেদিন প্রথমবারের মতো পিএসজির জার্সিতে মাঠে নামতে পারেন লিও। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো ইএসপিএনকে বলেন, সবকিছু ঠিক থাকলে আশা করছি তিনি স্কোয়াডে যুক্ত হবেন এবং একাদশের অনুন্তর্ভুক্ত হবেন।

মেসির মাঠে নামার খবরে রেইমসের ২১ হাজার ধারন ক্ষমতার স্তাদে অগাস্টে ডেরাউনে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে। রেইমস ও রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তী, ব্যালন ডি অর খেতাব জয়ী রেমন্ড কোপার নামানাসারেই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে এবং স্টেডিয়ামের বাইরে স্থাপিত হয়েছে তার প্রতিমুর্তি। মেসিকে অভ্যর্থনা জানাতে গোটা স্টেডিয়ামই যেন অপেক্ষা করছে অধীর আগ্রহে। যদি রবিবার মেসি মাঠে নামতে না পারে তাহলে মেসি ভক্তদের অপেক্ষাটা আরও দীর্ঘ হয়ে যাবে কারণ এই ম্যাচের পরেই আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে পিএসজি ছাড়বে মেসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password