কারাগারে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কারাগারে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বরিশাল কেন্দ্রীয় কারাগারের বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার শাহ আলম। তিনি বলেন, দেশে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতী ও কয়েদির স্বজনদের স্বাক্ষাৎ বন্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পুনরায় দেখা করার সুযোগ থাকবে না।এই কর্মকর্তা আরো বলেন,

কারা অধিদফতর থেকে আদেশের কপি শনিবার বরিশালে পৌঁছেছে এবং রোববার থেকেই তা কার্যকর করা হয়েছে।এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। সেটা এক বছর বলবৎ ছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।তবে আগের মতই নিয়ম অনুয়াযী সাধারণ বন্দীরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password