খুলনা মেট্রোপলিটন পুলিশের মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত
MostPlay

অদ্য ২৯ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ দুপুর ১২:০৫ ঘটিকায় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে নারী ও শিশু নির্যাতন মামলা, মাদক মামলা ও অস্ত্র মামলা, সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ এবং জঙ্গি সংক্রান্ত বিচারাধীন মামলার বিচারকার্য ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়। উক্ত মনিটরিং সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) মহোদয় তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট জোনাল এসি, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী অফিসারদের কে মামলার তদন্তকার্য নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত মনিটরিং সেলের সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং মামলা তদন্তকারী অফিসারবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password