টানা চার হারের বৃত্ত ভাঙল লিভারপুল

টানা চার হারের বৃত্ত ভাঙল লিভারপুল
MostPlay

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান শিরোপাধারী তারা। অথচ সাম্প্রতিক সময়টা বড্ড বিবর্ণ যাচ্ছিল লিভারপুলের। শিরোপার আশা নেই। তবে টানা চার হারে সেরা চারের দৌড়েও পিছিয়ে পড়ছিল দলটি। অবশেষে ইংলিশ লিগে জয়ের দেখা পেয়েছে ক্লপ শিবির।

রোববার রাতে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। লিগে টানা চার হারের পর জয়ের মুখ দেখল সালাহরা। দলের হয়ে একটি গোল করেন কার্টিস জোন্স। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।

প্রথমার্ধে প্রতিপক্ষের ভিত কাপিয়ে দিয়েছিল লিভারপুল। বারবার আক্রমণ করে ব্যতিব্যস্ত রেখেছিল শেফিল্ড গোলরক্ষককে। পাঁচটি দুর্দান্ত সেভ করেন তিনি। প্রথমার্ধে গোল না পাওয়া লিভারপুল দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে।

৪৮ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। এই গোলে বড় অবদান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। ডান দিকের বাইলাইন থেকে তার ক্রসে ফিরমিনোর ব্যাকহিল ফ্লিকে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পেয়ে যান জোন্স। জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।

তিন মিনিট পর সাদিও মানে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় সফরকারীদের। ডি-বক্সে ফিরমিনোর শট শেফিল্ডের ডিফেন্ডার কিন ব্রায়ানের পায়ে লেগে জালে জড়ায়। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। চেলসির সাথে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে আর্সেনালের কাছে ৩-১ গোলে হারা লেস্টার সিটি। ৪৫ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম ইউনাইটেড চারে, ১ পয়েন্ট কম নিয়ে চেলসি পাঁচ নম্বরে।

মন্তব্যসমূহ (০)


Lost Password