দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে টিএম হেলথ কেয়ার অ্যান্ড ইমদাদ-সিতারা কিডনি সেন্টারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার ভিমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয় ফুলবাড়ীতে। হঠাৎ বজ্রপাতে টিএম হেলথ কেয়ার অ্যান্ড ইমদাদ-সিতারা কিডনি সেন্টারের নিচতলায় প্যাথলজি ইউনিটে আগুন ধরে যায়। এতে তিনটি এসি, একটি ফ্রিজ, চারটি কম্পিউটার, দুটি প্রিন্টার, একটি ডিজিটাল আলট্রাসাউন্ড মেশিন, একটি ডিজিটাল এক্স-রে, একটি এনালাইজার, একটি সেল কাউন্টার ও ক্যামিকেলসহ প্যাথলজি পরীক্ষার সব যন্ত্রাংশ পুড়ে যায়।
এসময় রোগীদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ফুলবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. সোহেল রানা বলেন, ‘বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।’
হেলথ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোশারফ হোসেন বাবু বলেন, অগ্নিকাণ্ডে প্যাথলজি ইউনিটের যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে অন্তত ৫০ লাখ টাকা ক্ষয় হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন