লাসা জ্বরে ২৪২ জনের মৃত্যু

লাসা জ্বরে ২৪২ জনের মৃত্যু

নাইজেরিয়ায় লাসা জ্বরে এ বছরে ২৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া এমন খবর দিয়েছে।

গত বছরের তুলনায় এই প্রাণহানি ৭২ জন বেশি। ইঁদুরের মাধ্যমে মল-মূত্র থেকে খাবার ও গৃহস্থালী সামগ্রীর সংস্পর্শে এসে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় ২০২০ সালে এই জ্বরে আক্রান্ত এক হাজার ১৭৫ জন শনাক্ত করা হয়েছে। দেশটির ৩৬টি প্রদেশের মধ্যে ২৭টি থেকে এই রিপোর্ট পাওয়া যায়। এই জ্বরে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password