মাদারিপুরের শিবচরের পরে এবার লক্ষীপুর ‘লক ডাউন’ করা হলো। তবে সরকার লক্ষীপুর ‘লক ডাউন’ করেনি। লক্ষীপুরে প্রচুর ইউরোপ ফেরত প্রবাসী আসার প্রেক্ষিতে স্থানীয় জনগণ এবং বণিক সমিতি এই ‘লক ডাউন’ এর সিদ্ধান্ত নিয়েছে।
লক্ষীপুর থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বিদেশ থেকে আগত লোকজন হোম কোয়ারেন্টাইন মানছেন না। তারা লোকজনের সঙ্গে মেলামেশা করছেন। এরফলে জনমনে আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরী হয়েছে। এই প্রেক্ষিতে স্থানীয় বণিক সমিতি দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এখানে জান চলাচলও সীমিত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর উপজেলা ‘লক ডাউন’ করা হয়েছিল। লক্ষীপুর হলো দ্বিতীয় উপজেলা যেটা ‘লক ডাউন’ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন