খুলনায় বহিষ্কৃত চেয়ারম্যানকে আ.লীগের মনোনয়ন, সড়ক অবরোধ

খুলনায় বহিষ্কৃত চেয়ারম্যানকে আ.লীগের মনোনয়ন, সড়ক অবরোধ

খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান আনিচুর রহমানকে আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে।

শনিবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টার দিকে তার মনোনয়ন পাওয়ার খবর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী ও এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এতে করে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান আনিচুরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প একটি বাড়ি একটি খামারের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থায় মন্ত্রণালয় তাকে চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি বহিষ্কার করে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে।

তারা আরও বলেন, আনিচুরের দলীয় মনোনয়ন বাতিল করা না হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password