এক দশক ধরে মায়ের মরদেহ ফ্রিজারে লুকিয়ে রাখেন জাপানি নারী

এক দশক ধরে মায়ের মরদেহ ফ্রিজারে লুকিয়ে রাখেন জাপানি নারী

জাপানের পুলিশ একটি ফ্ল্যাট বাড়িতে ফ্রিজারের ভেতর এক মৃত নারীর লাশ উদ্ধার করেছে। এই ঘটনার পর তার কন্যাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। 

৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমো বলেছেন, দশ বছর আগে তার মা মারা গেলে মায়ের মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসাথে থাকতেন, তিনি ‘সেই ফ্ল্যাট ছাড়তে চাননি’। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই নারী কখন এবং কিভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনও সেটা বের করতে পারেনি।

ইওশিমোর বাসা ভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নকর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।

পুলিশ জানিয়েছে ওই নারীর মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে মিস ইওশিমোকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।

মন্তব্যসমূহ (০)


Lost Password