অ্যাস্ট্রাজেনেকার পৌনে ৮ লাখ টিকা দিচ্ছে জাপান

অ্যাস্ট্রাজেনেকার পৌনে ৮ লাখ টিকা দিচ্ছে জাপান
MostPlay

আজ শুক্রবার (২০ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। কিছুদিন আগেই বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দিয়েছিল জাপান। আগামীকাল শনিবার দুপুরের পরে যেইকোনো একসময় এই টিকা দেশে পৌছানোর কথা রয়েছে।

উল্লেখ্য; গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান, ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান ও ২ আগস্ট ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান পাঠায় জাপান। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে পাঠাচ্ছে দেশটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password