সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী নীতি থেকে সরে আসতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। অন্যথায় ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা ব্যর্থ হলে তার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে সতর্ক করেছে ইরান। তবে ভিয়েনা আলোচনা সফল করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে ইসরাইলের বর্তমান ‘আনন্দ’ বেশিদিন স্থায়ী হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান জেনারেল হুসাইন সালামি। নানা অনিশ্চয়তা আর শঙ্কা কাটিয়ে অস্ট্রিয়ার ভিয়েনায় ইরানের সঙ্গে চলছে বিশ্বশক্তিগুলোর পরমাণু আলোচনা। তবে উভয়পক্ষের নানা শর্তের জালে আটক আছে সমাধান। চলমান আলোচনা সফল করতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে আসতে বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সতর্ক করে বলেছেন, গোড়ামির কারণে ভিয়েনা সংলাপ ভেস্তে গেলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন, ট্রাম্প যে নীতি গ্রহণ করেছিলেন, তা ছিল পুরোপুরিই ব্যর্থ। সংকট সমাধান করে সামনে এগিয়ে যেতে বর্তমান যুক্তরাষ্ট্রকে অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের পরমাণু সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আর ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ভিয়েনা সংলাপ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। সংকট সমাধানে ইরানকে নমনীয় হওয়ারও আহ্বান জানিয়েছে আলোচনায় অংশ নেওয়া ইউরোপের দেশগুলো।
এদিকে পরমাণু সংকট সমাধানে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সঙ্গে ইরান আলোচনার টেবিলে, তখন দেশটির রেভ্যুলেশনারি গার্ডের প্রধান জেনারেল হুসাইন সালামি ইসরাইলের বিরুদ্ধে আবারো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, খুব শিগগিরই ইসরাইলের আধিপত্য ধসে পড়বে। তেল আবিবের কাছে ভূমি হারানো জনগণই ইসরাইলি দম্ভ চূর্ণ করে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন