আত্মরক্ষা নয় ড্রোনের সাহায্যে হামলাও চালাতে পারে ইরান: কমান্ডার

আত্মরক্ষা নয় ড্রোনের সাহায্যে হামলাও চালাতে পারে ইরান: কমান্ডার
MostPlay

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ওয়ালি আসর ড্রোন বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার শাহরাম হাসান নেজাদ বলেছেন, নানা ধরণের ড্রোন নির্মাণের প্রযুক্তি পুরোপুরি আত্মস্থ করেছে ইরানিরা। নিজস্ব প্রযুক্তির সাহায্যে ড্রোন তৈরি করতে পারা এ ক্ষেত্রে ইরানের সবচেয়ে বড় ইতিবাচক দিক।

তিনি আজ শনিবার আরও বলেছেন, আট বছরের মূল্যবান অভিজ্ঞতার আলোকে ড্রোন ক্ষেত্রে এই সাফল্য এসেছে। নানা ক্ষেত্রে ড্রোন ব্যবহারের বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে গুরুত্ব পেয়েছে বলে তিনি জানিয়েছেন। ইরানের এই কমান্ডার আরও বলেছেন, অতীতে ইরান কেবল পর্যবেক্ষণ ও শনাক্তকরণের ক্ষেত্রে ড্রোন ব্যবহার করতো কিন্তু এখন ঐ অবস্থার পরিবর্তন ঘটেছে।

শাহরাম হাসান নেজাদ বলেছেন, শত্রুরা নানা নিষেধাজ্ঞা ও চাপের মাধ্যমে কিছুই অর্জন করতে পারেনি এবং পারছেনা কিন্তু ইরান আজ নানা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে দিনে দিনে। ইরানের ড্রোনগুলো কেবল আত্মরক্ষা নয় হামলার কাজেও ব্যবহার করা যাবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ইরান ড্রোনের সাহায্যেও শত্রুর ওপর আঘাত হানতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password