ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ১০ জন আহত

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ১০ জন আহত
MostPlay

রাজধানীর বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। যদিও পুলিশ দাবি করেছে, মোটরসাইকেলের চাবি দিয়ে একজন আরেকজনকে আঘাত করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। জানা যায়, ঢাকা দক্ষিণের (ছাত্রলীগ) সভাপতি এবং সাধারণ সম্পাদক গ্রুপের রমনা ও পল্টন থানার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ বাধে। এক পক্ষের দাবি রমনা থানার ছাত্রলীগের নেতাকর্মীরা বেইলি রোডে প্রতিদিন আড্ডা দেন।

আজ সেখানে পল্টন ছাত্রলীগের কয়েকজন কর্মী আসেন। এ সময় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে শুরু হয় সংঘাত। ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। আমরা জানতে পেরেছি বেইলি রোডে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে পল্টন থানা ও রমনা থানা শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password