মিয়ানমারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পক্ষে অবস্থান জানাল ভারত

মিয়ানমারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পক্ষে অবস্থান জানাল ভারত

মিয়ানমারের সাধারণ নাগরিকদের ওপর সে দেশের সেনাবাহিনীর চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে ভারত। সেই সঙ্গে মিয়ানমারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পক্ষেও নিজেদের অবস্থানের কথা জানাল দেশটি। খবর এনডিটিভির।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে বলেছেন,

মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ভারত। এছাড়া দেশটির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আসিয়ানের মতো সংস্থাসহ যেকোন ধরনের প্রয়াসকে তারা সমর্থন করে। অরিন্দম বাগচী বলেন, ‘আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যেকোন ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা বিশ্বাস করি যে, আইনের শাসনকে প্রাধান্য দেয়া উচিত। আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে।’

মিয়ানমার থেকে পালানো নাগরিকদের ভারতে ঢুকতে দেয়া হবে কিনা এমন প্রশ্নে অরিন্দম বাগচী বলেন, ‘যেহেতু সীমান্ত অতিক্রমের বিষয় তাই বিদ্যমান আইনের সঙ্গে মানবিক বিবেচনায় বিষয়টি দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মিয়ানমার ইস্যুতে আমরা আন্তর্জাতিক মহলে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বিষয়টিতে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

মন্তব্যসমূহ (০)


Lost Password