টিভিএসের সার্ভিস সেন্টারে অটোমেটিক বাইক ওয়াশ মেশিন উদ্বোধন

টিভিএসের সার্ভিস সেন্টারে অটোমেটিক বাইক ওয়াশ মেশিন উদ্বোধন
MostPlay

বৃহস্পতিবার ঢাকার তেজগাঁও এলাকায় উপমহাদেশের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড টিভিএস- বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দ্রুততম অটোমেটিক বাইক ওয়াশ মেশিনের উদ্বোধন করা হয়েছে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জে. একরাম হুসাইন মেশিনটি উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড (টু-হুইলার) মৃগেন ব্যনার্জি, সার্ভিস হেড সৌরভ বোস সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

বাংলাদেশের দ্রুততম বাইক ওয়াস সিস্টেম এটি। প্রথমে সাধারণ প্রেসারে বাইকের ওয়াস করে মেশিনটি। এরপর বিশেষ ধরনের বাইক পরিস্কারক শ্যাম্পু মেশিনটি পুরো বাইকে স্প্রে করবে। সবশেষে পুরো প্রেসারে আবার পানি দিয়ে পুরো মোটরসাইকেল পরিস্কার করে মেশিনটি। সবমিলিয়ে বাইকের সম্পুর্ণ ওয়াস সম্পন্ন করতে মেশিনটি সময় নেয় মাত্র দুই মিনিট। 

সাপ্তাহিক বন্ধ ব্যতীত ৬ দিন টিভিএস তেজগাঁও সার্ভিস সেন্টারের পাশাপাশি মিরপুর ৬০ ফিটে টিভিএসের অনুমোদিত ডিলার সেলস্ পয়েন্টে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিভিএস এর যেকোন বাইক এই মেশিনে ওয়াস করা যাবে।

টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক: https://www.youtube.com/watch?v=Tkh293UsXcE 

মন্তব্যসমূহ (০)


Lost Password