সিলেটে করোনায় আরও ৭ জনের মৃত্যু

সিলেটে করোনায় আরও ৭ জনের মৃত্যু
MostPlay

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন রোগী একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন আরও ৬০২ জন।

আজ রবিবার ১১ জুলাই স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয়  কার্যালয়ের পরিচালক (স্বাস্হ্য) ডা. সুলতানা রাজিয়ার স্বাক্ষরিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে ডা. সুলতানা রাজিয়া জানান সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ৬০২ জন করোনা রোগী পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলারই ২১৫ জন, সুনামগঞ্জে ৮৮ জন, মৌলভীবাজারে ১৪২ জন ও হবিগঞ্জ জেলার ৮৭ জন রয়েছেন। এছাড়াও সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭০ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৩ জনে। সিলেট জেলার ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৩৩০ জন, মৌলভীবাজারের ৩ হাজার ৬৬১ জন ও হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন রয়েছেন।

একই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ১৪০ জন। এদের মধ্যে ১০৫ জন সিলেটের, ৫ জন সুনামগঞ্জের, ২৭ জন মৌলভীবাজারের ও ৩ জন হবিগঞ্জের বাসিন্দা। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সিলেটের ১৭ হাজার ৫৭ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮৭৫ জন, মৌলভীবাজারের ২ হাজার ৮০৮ জন ও হবিগঞ্জের ২ হাজার ১৩২ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। তারমধ্যে সিলেট জেলারই ৬ জন ও সুনামগঞ্জের ১জন। এ নিয়ে মোট মারা গেছেন ৫২৪ জন। এদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলার ৪২৫ জন, সুনামগঞ্জের ৩৭ জন, মৌলভীবাজারের ৪০ জন ও হবিগঞ্জ জেলার ২২ জন মারা গেছেন।

বর্তমানে সিলেট বিভাগের ৩১৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্যসমূহ (০)


Lost Password