লকডাউনের ২য় দিনে সিলেটে ২ লক্ষাধিক টাকা জরিমানা ও ১৮৭ টি মামলা

লকডাউনের ২য় দিনে সিলেটে ২ লক্ষাধিক টাকা জরিমানা ও ১৮৭ টি মামলা
MostPlay

সিলেটে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিনেও কঠোর ছিল আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসন।

 শুক্রবার ২ রা জুলাই সারা দিন সিলেট জেলা ও মহানগরের ৩৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট চষে বেড়িয়েছেন সিলেট জুড়ে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সারা দিনে ১৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

এবং সময় ২ লক্ষ ২৫ হাজার ৫ শত টাকা জরিমান ও করা হয়।

জানা গেছে, লকডাউন বাস্তবায়নে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে ছিলেন জেলা প্রশাসনের ৩৩ জন ম্যাজিস্ট্রেট। যারা যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সিলেট মহানগর ও সকল উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এসময় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় কাজ করেছে।

এদিকে কঠোর লকডাউনের শুক্রবার দ্বিতীয় দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কর্তৃক বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯৪টি যানবাহনকে মামলা ও ১১৬টি যানবাহন আটক করা হয়।

এর মধ্যে- ১০টি সিএনজিচালিত অটোরিকশা, ৬৭টি মোটরসাইকেল, ১১টি প্রাইভেটকার, ০৬টি অন্যান্য যানবাহনসহ ৯৪টি যানবাহনে মামলা দেয়া হয় এবং ১৩টি সিএনজিচালিত অটোরিকশা, ৫২টি মোটরসাইকেল, ০৯টি প্রাইভেটকার ও ৪২টি অন্যান্য যানবাহনসহ মোট ১১৬টি যানবাহন আটক করে পুলিশ।

প্রসঙ্গত: কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান দিয়েছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এছাড়া বিনা কারণে কেউ বাসার বাইরে বের হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা এবং যৌক্তিক কারণ দেখাতে না পারলে গ্রেপ্তার করা হবে বলে ও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password