ছাতকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান সামগ্রী বিতরণ

ছাতকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান সামগ্রী বিতরণ
MostPlay

সুনামগঞ্জের ছাতকে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন দুস্থ ও অসহায় লোকজনের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ' টাকা করে মানবিক সহায়তা প্রদান এবং মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, উপজেলা ট্যাগ অফিসার মতিউর রহমান, থানার উপ পরিদর্শক মহিন উদ্দিন, ইউপি সদস্য সামছুল হক, আবদুর রহমান, আলকাব আলী, হুসাইন আহমদ লনি, আনোয়ার আলী, রাজন মিয়া, সুরেতাজ মিয়া, মাহমদ আলী ও নিজাম উদ্দিন, ইউপি সদস্যা কাজী রেহেনা বেগম, ছাদিকা বেগম, শুভা রাণীসহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, লবন, লাচ্ছি, আটা, সাবান।

গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গোবিন্দগঞ্জ মাইক্রোবাসের ১৫০জন শ্রমিককে খাদ্য সামগ্রী বিতরণ ও কর্মহীন, দুস্থ  অসহায় ৫শ' লোকজনের মধ্যে নগদ আড়াইলাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password