সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবির।

পুলিশ জানায়, সোমবার (১৫ মার্চ) রাতে সাইফুল ও কবির সদর উপজেলার বৈকারীর আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তিনি এক লাখ টাকা দিয়ে রেহাই পান তাদের কাছ থেকে।

বিষয়টি মঙ্গলবার সকালে আব্দুস ছালেক সাতক্ষীরা সদর থানায় লিখিতভাবে জানান। অভিযোগ পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল অভিযান চালিয়ে শহরের মেহেদীবাগ এলাকা থেকে দুইজনকে আটক করে। পরে অভিযোগকারীরা তাদেরকে শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার এসআই সাইফুল রাতে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password