রাঙামাটি শহরে আগুনে ২০ ঘর পুড়ে গেছে

রাঙামাটি শহরে আগুনে ২০ ঘর পুড়ে গেছে

রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় আকস্মিক লাগা আগুনে ২০টি বসতঘর পুড়ে গেছে। শনিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন আলম ডক ইয়ার্ডসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। 

স্থানীয়রা জানান, কাঁঠালতলী মসজিদ এলাকায় অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। এতে ৮০-৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই।  

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের চাল, ঢেউটিন ও নগদ অর্থ দিয়ে সহায়তা করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password