নবীগঞ্জ প্রশাসনের কঠোর অভিযানে ৭ মামলায় ৪৫০০ টাকা জরিমানা

নবীগঞ্জ প্রশাসনের কঠোর অভিযানে ৭ মামলায় ৪৫০০ টাকা জরিমানা

সারাদেশের ন্যায় নবীগঞ্জে লকডাউনের ১২ম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৭টি মামলা করে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত । 

সোমবার (১২জুলাই) সকালে থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জ সদর ইনাতগঞ্জ,আউশকান্দি, এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও  ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সেনা সদস্য। 

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকানপাট খোলার নির্দেশ দেয়া হয় । কিন্তু অনেকেই সেটি মানছেন না।

লকডাউনের ১২তম দিন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত  সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ৪ হাজার ৫০০টাকা জরিমানা করা হয় এবং ৭টি মামলা দেয়া হয়েছে ।

তথ্যটি নিশ্চিত করেছেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) উত্তম কুমার দাস।

মন্তব্যসমূহ (০)


Lost Password