কুষ্টিয়া মিরপুরে প্রাচীনকালের রহস্যময় মূর্তি পাওয়া গেল পুকুরে

কুষ্টিয়া মিরপুরে প্রাচীনকালের রহস্যময় মূর্তি পাওয়া গেল পুকুরে
MostPlay

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুকুর খনন করতে যেয়ে পাওয়া গেলো প্রাচীনকালের রহস্যময় মূর্তি। শুক্রবার (১লা এপ্রিল) সকালের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা মজন্দ পাড়ায় তাহের মন্ডলের পুকুর থেকে প্রায় ৩ ফিট উচ্চতার মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা যায় ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করতে গিয়ে এই পাথরের মুর্তিটি দেখতে পান ড্রেজার মেশিন চালক। চালক সে সময় মূর্তির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের জানালে এলাকায় এক রহস্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্হলে পৌঁছে মাটির ভিতর থেকে আনুমানিক ৩০ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে।

সেখান থেকে স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পের (২ আইসি) আহাদ মূর্তিটি হেফাজতে রেখে মিরপুর থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে মিরপুর থানায় নিয়ে যান। এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, পাথরের মূর্তি টি থানায় আনা হয়েছে এটা আসল না নকল বা কষ্টি পাথরের মূর্তি কি না তা জানতে প্রত্নতত্ত্ববিদদের জানানো হয়েছে।

পরিক্ষা নিরিক্ষার পরে সঠিক বিষয়টি জানা যাবে। এ সম্পর্কে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের বলেন, মূর্তিটি আমরা মিরপুর থানায় সংরক্ষণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রত্নতত্ত্ববিদরা পরীক্ষা করলে জানা যাবে এটি কিসের মূর্তি।

মন্তব্যসমূহ (০)


Lost Password