যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৯ জনের মৃত্যু

যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৯ জনের মৃত্যু
MostPlay

যশোরে আজকে আবারও করোনায় আক্রান্ত ও  উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। যশোরে গত ২৪ ঘণ্টাতে করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ৯ জন মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১২ জনের দেহে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা.মোঃ আরিফ আহমেদ জানিয়েছেন, জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮ এবং করোনার উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে ৮৪ জন রোগী। এর মধ্যে কনোনার রেড জোনে আছে ৬৭ এবং ইয়েলো জনে রয়েছে ১৭ জন রোগী। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট ২০২১) সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টাতে ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এই নিয়ে যশোর জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা  ২০ হাজার ২২১ জন রোগী।

মোট করোনায় মৃত্যু হয়েছে ৪১৬ জন রোগীর। আর সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৯২ জন করোনা ভাইরাসে সংক্রামিত রোগী। যশোর জেলার অতিরিক্ত ম্যাজিসটেড মহোদয় জানিয়েছেন, যশোর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা কমে এসেছে, আমরা টিকা দেওয়ার কাজ করছি, টিকার কাজ শেষ হলে করোনা পজিটিভ রোগীর সংখ্যা অনেক কমে আসবে বলে মনে করছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password