চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১০ জনের দেহে করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১০ জনের দেহে করোনা শনাক্ত
MostPlay

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর এনিয়ে জেলায় মোট ১ হাজার ১’শ ৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭, গোমস্তাপুরে ২ ও নাচোল উপজেলায় ১ জন। এছাড়া গত মাসের ১৮ এপ্রিল ভারত থেকে আসা গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ১ জন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ নতুন ১০ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ১৭ জনের প্রতিবেদনের মধ্যে ১০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ সোমবার সকাল থেকে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে।

ভারত থেকে আসা করোনা সনাক্ত ব্যক্তি হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বঙ্গেশ্বরপুর গ্রামের অধিবাসী। আর জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া ৯৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং মারা গেছে ২২ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password