ইমরান খান- মার্কিন বাহিনীকে পাকিস্তানে ঘাঁটি গড়তে না দেওয়ার ঘোষণা

ইমরান খান- মার্কিন বাহিনীকে পাকিস্তানে ঘাঁটি গড়তে না দেওয়ার ঘোষণা
MostPlay

২০ জুন, রবিবার মার্কিন সংবাদমাধ্যম এইচবিও অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, পাকিস্তান আফগানিস্তানের শান্তির প্রশ্নে একসাথে কাজ করবে কিন্তু মার্কিন বাহিনীকে পাকিস্তানে ঘাঁটি গড়তে দেবে না।

সুতরাং পাকিস্তানে যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাঁটি গাড়তে দেওয়া হবে না বলেই জানিয়েছেন ইমরান খান। তবে তিনি বলছেন, এখন যে দলই আফগানিস্তানের জনগণের আস্থাভাজন হবে, পাকিস্তান তার সাথেই কাজ করে যাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের স্বার্থ এখন একই। তা হলো, আফগানিস্তানের স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদের অবসান।

এর-ই প্রেক্ষিতে অ্যাক্সিওসের সাংবাদিক জোনাথন সোয়ান ওই সাক্ষাৎকারে আল কায়েদা, আইএস ও তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) পাকিস্তানের এলাকা ব্যবহারে ইমরান খান অনুমতি দেবেন কি না, তা জানতে চাইলে এ প্রশ্নের উত্তরে ইমরান খান পরিষ্কার জানিয়ে দেন যে, এ ধরনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

এছাড়াও এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাকিস্তান কখনোই যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। পাকিস্তানের ভেতরে কোনো ড্রোন হামলাও মেনে নেবে না।

এদিকে ইমরান খানের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে তালেবানদের মুখপাত্র সোহেল মাহিন এরপরই দোহা থেকে ফোন করে পাকিস্তানের সংবাদপত্র দ্য নেশনকে জানান, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঘাঁটি গাড়তে চাওয়া অনুচিত। এবং পাকিস্তান এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password