মহেশখালী শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলা- এর যৌথ উদ্যোগে ইফতার

মহেশখালী শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলা- এর যৌথ উদ্যোগে ইফতার
MostPlay

কক্সবাজার: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অন্তর্গত শাহ মজিদিয়া পাড়ার দ্বীনি প্রতিষ্ঠান শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স-এ শাহ মজিদিয়া ইসলামী আদর্শ তরুন সংগঠন ও শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলা-এর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, আলহাজ্ব হযরত মাওলানা এস,এম মুজিবুর হক ছিদ্দিকী। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হাফেজ মোঃনুর হোসাইন শাহাজাদা খুটাখালী দরবার, কক্সবাজার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আমিনুল ইসলাম উপাধ্যক্ষ - বায়তুশ শরফ আদর্শ কামিল(এম.এ) মাদ্রাসা ধনিয়ালপাড়া চট্টগ্রাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মনজুর আলম -প্রভাষক কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রদাসা। বক্তব্য রাখেন মাওলানা তমিজ উদ্দিন -সিনিয়র শিক্ষক শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা। মাওলানা হাফেজ ওসমান গণি- সিনিয়র শিক্ষক কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসা।

মাওলানা জাকের হোছাইন - প্রতিষ্ঠাতা বাংলাদেশ দাওয়াতুস সালাত। নূরে তজল্লী সিনিয়র শিক্ষক কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসা। মোহাম্মদ আলী - বিশিষ্ট সমাজ সেবক নয়াপাড়া।এছাড়া অত্র এলাকার শিক্ষিত সমাজ। শাহ মজিদিয়া ইসলামী আদর্শ তরুন সংগঠন ও শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী যুব কাফেলার ইফতার ও দোয়া মাহফিল শেষে শাহ মজিদিয়া ইসলামী আদর্শ তরুন সংগঠনের সভাপতি রুস্তম আলী ছিদ্দিকী এবং শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলার সভাপতি মোরশেদ আলম বলেন, আমরা এই বছর শাহ মজিদিয়া ইসলামী আদর্শ তরুন সংগঠন ও শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলা দুইটি সংগঠন মিলে ইফতার মাহফিলের আয়োজন করেছি।

পরেরবার আমরা আরো কিছু সংগঠন নিয়ে বড় আঁকারে ইফতার মাহফিল করার চেষ্টা করবো। উক্ত ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলার সেক্রেটারি আবুবকর ছিদ্দিক, ক্যাশিয়ার মাসুদ করিম, মুহাম্মদ আরাফাতসহ শাহ মজিদিয়া ইসলামি আদর্শ তরুন সংগঠনের সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password