লন্ডনে মসজিদ থেকে স্বাস্থ্যকর্মীদের ইফতারি বিরতণ

লন্ডনে মসজিদ থেকে স্বাস্থ্যকর্মীদের ইফতারি বিরতণ

স্থানীয় হাসপাতালের চিকিৎসাকর্মী ও অভাবীদের মধ্যে ইফতার বিরতণের উদ্যোগ নিয়েছে ইস্ট লন্ডন মসজিদ। করোনা মহামারির আগে প্রতি বছর লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে মসজিদটি কয়েক হাজার লোকের ইফতারির আয়োজন করত। করেনা মহামারির কারণে এ বছর ইফতারির আয়োজন করা যাবে না। তাই করোনাকালের সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ নেয় মসজিদ কর্তৃপক্ষ। রয়েল লন্ডন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে তা দেওয়া হবে। 

ইস্ট লন্ডন মসজিদের প্রশাসনিক কর্মকর্তা খিজার মুহাম্মাদ বলেন, ‘আমরা প্রতি বছর মসজিদে ইফতারির বিশাল আয়োজন করতাম। অনেক মানুষ এসে ইফতারি করত। কিন্তু করোনা মহামারির কারণে এ বছর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র উপাসনার অনুমোদন দিয়েছে সরকার। তাই আমরা গত বছরের মতো এবারও ইফতারির আয়োজন করতে পারছি না।’ 

তিনি আরো বলেন, ইসলামের দৃষ্টিতে মানুষেল আহারের ব্যবস্থা করা অনেক বড় পূণ্যের কাজ। বিশেষত অভাবী ও দারিদ্র মানুষকে আহার করানো মানবিক কাজ। আর তাই ইফতার ক্যাম্পেইনে অনেক মানুষ অনুদান দেন এবং তাদের থেকে পুরো অর্থ সংগ্রহ করা হয়।’ 

গত বছর লকডাউনের সময় বিশাল অংকের অনুদান সংগৃহীত হয়। মসজিদ বন্ধ থাকায় ওই বছর বাংলাদেশেও ইফতারি বিতরণে আর্থিক সহায়তা দেওয়া হয়। পর্যাপ্ত অনুদান পাওয়া গেলে এ বছর ইয়েমেনে ইফতারি বিতরণ করা হবে। মুহাম্মদ বলেন, ‘মসজিদের পাশেই অবস্থিত লন্ডনের রয়েল হাসপাতাল। লকডাউনের পুরো সময় আমরা স্বাস্থ্যকর্মীদেরকে খাবার সরবরাহ করেছি। পবিত্র রমজান মাসে এ খাবার দৈনিক বিতরণ করা হবে।’ 

মন্তব্যসমূহ (০)


Lost Password