ময়মনসিংহে স্ত্রীর মামলায় ক্ষোভে অপমানে স্বামী আত্মহত্যা

ময়মনসিংহে স্ত্রীর মামলায় ক্ষোভে অপমানে স্বামী  আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা করায় ক্ষোভে অপমানে এক যুবকের আত্মহত্যা। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে উপজেলার আঁচারগাও ইউনিয়নের সিংদই গ্রামে আত্মহত্যার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিংদই গ্রামের মো. রইছ উদ্দিনের ছেলে মো. শামীম মিয়া প্রায় ১০ বছর আগে বিয়ে করেন পাশের খাকদারা গ্রামের মো. মতিউর রহমানের মেয়ে সাবিকুন্নাহার তানিয়াকে। দাম্পত্য জীবনে ৫ বছর ও ৩ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। গত এক বছর ধরে স্বামীর পরকীয়া সর্ম্পক রয়েছে অভিযোগ তুললে ২ জনের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

একপর্যায়ে স্বামী অন্য এক মেয়েকে বিয়ে করেছে সন্দেহ করে স্ত্রী তার বাবার বাড়ি চলে যান। কিন্তু স্বামী শামীম ঘটনাটি মিথ্যা বলে স্ত্রীকে বেশ কয়েকবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর থেকে স্ত্রী প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন বলে জানান অনেকে।

তারা বলছেন, বাবার বাড়িতে বসেই স্বামীকে শায়েস্তা করতে নানা তৎপরতা চালাতে শুরু করেন স্ত্রী। একপর্যায়ে নিজেদের লোক দিয়ে শ্বশুড় শাশুড়িকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় স্বামী মামলা করায় স্ত্রী ক্ষিপ্ত হয়ে আদালতে যৌতুক মামলা ঠুকে দেন। এরপর ক্ষোভে অপমানে স্বামী বিষপানে আত্মহত্যা করেন।

নিহত শামীমের বোন বিলকিস আক্তার জানান, বিনা অপরাধে মিথ্যা অজুহাত তুলে তার ভাইয়ের স্ত্রী তানিয়া বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন ছাড়াও মা-বাবাকে মারধর করে পঙ্গু করে দেয়। এরপর ভাইয়ের বিরুদ্ধে আরেকটি মিথ্যা মামলা করায় ভাই সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এ ঘটনার জন্য তিনি তানিয়াসহ পরিবারের লোকজনের বিচার দাবি করেন।

নান্দাইল থানার (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, স্ত্রীর মামলার পর  থেকেই শামীম মানসিকভাবে ভেঙে পড়েন। এ অবস্থায় মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ময়নাতদন্তের জন্য লাশ উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password